বর্ণমালা শুধু বর্ণের মালা নয় ,
বর্ণমালা আমার সত্ত্বা-
শত শত যোদ্ধার আমানত !
আমিই বর্ণমালা -
বর্ণমালা আমার আত্মজা ,
আমার প্রজন্মের পর প্রজন্ম ,
আমার স্বদেশ ও স্বাধিকার ।
বর্ণমালা আমার অস্তিত্বের রূপকার ,
বর্ণমালা আমার -
দুর্গম পথের আলোকবর্তিকা ।
বর্ণমালা আমার সরণ-
ভাষার মুক্তিসেনা,
বর্ণমালা আমার রক্তঋণ ,
জনতার ঐক্যবদ্ধ বিজয়াভিযান ।
বর্ণমালা বঙ্গালীর নবজাগরণ !
বুকের গভীরে দৃঢ়প্রত্যয়ী আহবান -
আবার মুষ্টি বদ্ধ হও,
ঝাপিয়ে পড় ,
তুমি বাঙ্গালী
তুমি লক্ষ বিজয়ী বীর ,
তুমি পারবে , তুমি পার।
সেই ধ্বনি অনুরণিত হল ,
এক সাগর রক্তের বন্যা বইল !
বর্ণমালা এখন স্বাধীন জমিন -
যা রক্ষায় আমি দায়বব্ধ-
নিয়ত বুকের গভীরে অগ্নী শপথ -
বর্ণমালা তোমায়
ভালবেসে আগলে রাখব
বীরদর্পে, স্বরূপে ও স্বমহীমায় ।
আমার হৃদয়ে থাক সতত সদ্য
শত শহীদের হৃদয় পদ্ম -
চির প্রেরণার অমর একুশ
আমার বর্ণমালা ।