জেগে উঠো তরুণ অদম্য সাহসে
আবার দোলাও তোমার
রক্ত প্রলয় দোলা ।
শানিত কর নব-চিন্তন
বিকশিত কর মেধা ও মনন-
খুলেদাও মন-জানালা ।
হৃদয় গভীরে চেয়ে দেখ-
তুমি বাঘা যতিন,ক্ষুদিরাম,
মাস্টারদা সূর্যসেন,
তুমি প্রিতীলতা,ভগ্নী নিবেদিতা
সফিক,রফিক,বরকত ,সালাম ।
তুমি লক্ষ মুজিব -
সৈয়দ নজরুল,ক্যাপ্টেন মনসুর,
কামরুজ্জামান , তাজউদ্দীন ।
তুমি চির অম্লান-বীরশ্রেষ্ঠ শত ।
তুমি নজরুল-বিদ্রোহী বীর
উন্নত রাখ তব শীর ।
তুমি সোনার বাংলা-রবীন্দ্রনাথ
তুমি ৩০ লক্ষ মুক্তিসেনা-
শাণিত অগ্নি শপথ ।
ধয্যের বাঁধ ভেঙ্গেছে এখন
আর নই শুধু উপাখ্যান
জেগে উঠো ফের বঙ্গসেনা
গেয়ে ওঠো দ্রোহের গান ।