স্বাধীনতা তুমি প্রিয় মানচিত্র-
হৃদয় জমিনে লেখা
মুক্তির শ্বেতপত্র ।
স্বাধীনতা তুমি
বঙ্গবন্ধুর স্বপ্নক্যানভাসে আঁকা –
সবুজের মাঝে লাল পতাকা।
স্বাধীনতা তুমি
ত্রিশ লক্ষ শহীদ মুক্তিসেনা _
মায়ের স্বপ্ন ,বোনের সম্ভ্রম আর
রক্তের দামে কেনা ।
স্বাধীনতা তুমি
লক্ষ বীরাঙ্গনার
ক্লান্ত স্বপ্ন বুনন-
স্বাধীনতা তুমি
নব প্রজন্মের দৃঢ় প্রত্যয়্ব
দীপ্ত অনুরণন ।
স্বাধীনতা তুমি
ছেলে হারা মায়ের মুখের
এক টুকরো হাসি –
তাইতো তোমায়
প্রাণের চেয়েও বেশী ভালোবাসি ।
স্বাধীনতা তুমি
রক্ত সাগরে ফোটা সুরভীত পদ্ম -
স্বাধীনতা তোমায় রক্ষায়
থাকব একতাবদ্ধ ।
স্বাধীনতা তুমি
বাঙ্গালীর আপন ঠিকানা
আগলে রাখব বুকে ,
স্বাধীনতা তোমার জন্য
জন্ম নেব আবার –
আগামীর পথের
সব কালোছায়া মুছে দিতে
বীরসেনা হয়ে দাঁড়াব রূখে বারবার ।