স্বাগতম হে নবীন তোমায় স্বাগতম,
তিতুমীরের সংগ্রামী আঙিনায় তোমায় জানাই সুস্বাগতম।
তোমার জন্যই গড়েছি আমরা সবুজে ঢাকা এ চত্বর,
তুমি আসবে বলেই সাজিয়েছি মোরা জ্ঞানের এই বিস্তৃত প্রান্তর।
তোমার পদচারনায় মুখোরীত করে তোল এ প্রাঙ্গন,
জ্ঞানের আলোয় বিকশিত করে তোল তোমার জ্ঞানাঙ্গন।
এখানে পাবে তুমি ঝাকে ঝাকে জ্ঞান আহরণকারী মৌমাছি,
জ্ঞান অন্বেষায় ছুটে চলেছে তারা বিরামহীন দিবা-নিশী,
প্রতিটি বিভাগ এক একটি যেন সুগঠিত জ্ঞানের মৌচাক,
শিক্ষকেরা প্রতিনিয়তই করে চলেছেন সেথায় মৌচাষ।
দক্ষিন এশিয়ার সর্ববৃহৎ শিক্ষার্থীদের আধার এ কলেজ,
পড়ালেখায় উন্মত্ত হয়ে বাড়িয়ে নাও তোমার নলেজ।
এ কলেজের নামটা যার নামে, চেন কি তাকে ভাই?
বিদ্রোহী তিতুমীর তিনি, তার মত ব্যাক্তিত্ব আর নাই।
জুলুমের বিরুদ্ধে হাতে তুলে নিয়েছেন যিনি, নাঙা তলোয়ার,
তাঁর হুংকারে নাস্তানাবুদ হয়েছিল, তৎকালীন
বৃটিশ সরকার।
স্বাধীনতার তরে জীবন দিয়েছেন, তবু করেননি মাথা নত,
তার অবদান খুজে পাবে তুমি, ইতিহাসে শত শত।
তিতুমীর নাই কী হয়েছে তাই? তুমিই নব তিতুমীর।
তোমার হাত ধরেই আসবে আবার, আলোকিত সোনালী ভোর।
এসো হে নবীন শপথ করি আজ, সত্য ন্যায়ের পথে চলব,
জ্ঞানের আলোয় রাঙ্গীয়ে জীবন, সোনার বাংলা গড়ব।
(তিতুমীর কলেজের সকল নবীনদের স্বাগতম জানিয়ে লেখা কবিতা)