আপুটা আমার সুইট খুব
দুষ্টুমিতেও পাকা,
সকল কাজে চঞ্চল খুব,
মুখটা মিষ্টি মাখা।
হাসিতে তার মুক্তো ঝরে
দাতগুলো খুব সফেদ,
সবার সাথেই মিশতে জানে,
নয়তো মোটেও গবেট।
নানান রকম সখ আহ্লাদে
ঠাসা তার মোনটা,
মাঝে মাঝে লজ্জা পেয়ে,
টেনে দেয় ঘোমটা!
প্রচুর কথা বলতে পারে
হয়ে ভালো বন্ধু,
গল্প-স্বল্প ফাঁদতে পারে,
মনটা বিশাল সিন্ধু।
সকল কর্মে চালু খুব
গুনবতী রাজ কন্যা।
মাঝে সাঁঝে অভিমান করে,
ঝরায় অশ্রু বন্যা।
মায়ের চোখের মনি সে
বাবার অর্ধ কলিজা,
বোনের ভালো বন্ধু সে,
ভায়ের ভালোবাসা।
সেই আপুটিকে বিয়ে দিব
পাত্র করছি খোঁজ,
বিয়ের দিনে নাচে-গানে
হবে ভূরিভোজ।
আপুটা আমার ঝিনুকজাত
গোলাপি মুক্তোর মতো,
তার প্রতি শ্রাদ্ধা ও ভালোবাসা
আবেগ যতো-শতো।
আপু তোমায় ভালোবাসি
প্রাণের চেয়েও অধিক,
সারাজীবন থাকবে তুমি
হয়ে মমতার প্রতীক।
(রচনাকাল-২৯/০৩/২০১৯ ইং)