ঢাকা শহর,
ঢাকা সব,
ঢাকা চারিদিক।
টাকার পিঁছে
হাঁটছে সবে,
ছুটছে দিকবিদিক।
পাষাণ হৃদয়,
পাষাণ মানুষ,
পাষাণ লোকালয়।
বিপদে পড়লে,
আগায়না কেউ,
দূরে সরে রয়।
ঢাকার ঘাস,
সদাই সাদা,
সূর্য-কিরণ পায়না,
হাইব্রিড মানব,
হাইব্রিড আহার,
আসল পাওয়া যায়না।
অপরিচ্ছন্ন নগর,
অসুস্থ বাতাস,
নোংরা পরিবেশ।
দুর্নীতির বন্দর,
বিশাক্ত অন্তর,
দূষিত আবেশ।
জ্যামের শহর,
রিক্সার বহর,
অতিরিক্ত যানবাহন।
অধিক ঘনবসতি,
অসচেতন রাজউক,
অপরিকল্পিত নগরায়ন।
আরো আছে কত,
অনিয়ম শত শত,
করতে পারবোনা বর্ণন।
দেশের রাজধানী!
চলে সদা হানাহানি!
মানেনা কোন দর্শন।
এভাবেই যদি
চলে এ শহর,
ধ্বংস তার অনিবার্য।
সময় থাকতে
বদলাতে হবে,
আমাদের বদ কার্য।
এসো সকলে;
একসাথে মিলমিশে
পরিবর্তন করি সমাজ।
ঢাকা শহরে আবার
আসুক শুভ সকাল,
করুক শান্তি বিরাজ।