যখন চারিদিকে অন্ধকার
জেগে ওঠ তুমি,
প্রভূর তরে নিজেকে স্বপে দাও;
থেকো নাক ঘুমি।

শেষ রাতে রব তাঁর সব রহমত
ঢেলে দেন বান্দার উপরে,
যে বান্দা নিদ্রা ত্যাগ করে
তাঁর তরে ইবাদত করে।

ক্ষমা চেয়ে তুমি অশ্রু ঝরাও
স্বীয় পাপের মাপ চেয়ে নাও,
প্রার্থনায় বলো মহা-মনিবকে
হে প্রভূ,আমায় ক্ষমা করে দাও।

তিনি এমন এক স্রস্টা দয়াময়
যার করুনা সীমাহীন,
সকল পাপের মাফি দেন তিনি
তিনি আরহামুর রাহিমীন।