স্বাধীনতা আজ বড্ড অবহেলিত,
যেখানে-সেখানে সে হচ্ছে লাঞ্চিত।
নেই এতটুকুও তার প্রতি সম্মান,
প্রতিটি ক্ষেত্রেই সে হচ্ছে অপমান।
হারাচ্ছে সে আজ নিজস্ব স্বকীয়তা
নেই তার প্রতি কারও এতটুকু মমতা।
ষড়যন্ত্রের কবলে অরক্ষিত স্বাধীনতা,
পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ অনধীনতা।
স্বাধীনতা কখনো বিশ্বস্তহীনতায় টিকেনা,
স্বাধীনতাহীন দেশ কভূ উন্নতি করতে পারেনা।
স্বাধীনতাতো বাঁচে শুধু নিষ্ঠাবানদের সাথেই,
স্বাধীনতা বিধ্বস্ত হয় অবিশ্বাসীদের হাতেই।
অবহেলিত স্বাধীনতা আজ করছে আর্ত চিৎকার,
স্বাধীনতা ফিরে পেতে চায় তার ন্যার্য অধিকার।
স্বাধীনতার অবহেলা কখনো-কোথাও কাম্য নয়,
স্বাধীনতার পূর্ণ চর্চার মাধ্যমেই আসুক; নব বিজয়।