চাঁদনী রাতে,
     চাঁদের সাথে,
         চলো করি মিতালী;

চাঁদের সাথে,
     চাঁদনী রাতে,
         স্নান হোক রুপালী।

চাঁদের আলো,
     লাগে ভালো,
           ভুলিয়ে দেয় গোধুলী;

মনের কালো,
     করে আলো,
            ভরিয়ে দেয় সোনালী।

চাঁদের টিপে,
     মরা দ্বিপে,
            ফোটে ফুল শিউলি;

বনের ঝোঁপে,
        দারুন তোপে,
              ফোটে আরও শেফালি।

চাঁদের মায়ায়,
        আলো ছায়ায়,
              সুজন গায় কাওয়ালী;

মাঝি হারায়,
       দূর অজানায়,
           আনমনে গায় ভাটিয়ালী।

রচনাকালঃ- ২০/১২/২০১১৮ ইং রাত-১১.৪০ মিঃ