চোখের মনি-ভালোবাসার খনী;
                   দাদি আমার জানের-জান,
যত দিন ধরায় ছিলে তুমি-
                    তোমায় করেছি অগাধ সম্নান,
তুমি ছিলে দুঃখের সাথী-  
                    সুখ করে নিতে ভাগাভাগি,    
ছিলেনা তুমি বদমেজাজি-
                    ছিলেনা তুমি খুব বেশি রাগী।
আদরে আদরে কাছে টেনে নিতে,
                   নিজ হাতে ভাত খাইয়ে দিতে-
অতি যত্নে গোসল করাতে,
                   সেই স্মৃতিগুলো খুজি আজও হাতড়ে।
                   ‎
তুমি আজ চলে গেছ বহুদূরে,    
                  খুজে ফিরি তোমায় কান্না-করুন সূরে,
হারিয়ে তোমায় ভালো নেই মন,
               তোমার স্মৃতিগুলো আজও; করে জ্বালাতন,
পাব না আর কভূ তোমার আদর,
               কারণ চলে গেছো তুমি বহুদূর।
কেমন আছ তাও জানিনা মোরা,    
               দোয়া করি শুধু থেকে এই ধরা,  
ওগো প্রভূ ক্ষমা কর তাঁরে    
                 বেহেশতে রাখ প্রশান্তির নীড়ে,  
কষ্ট দিওনা তাঁর বিদেহী আত্মাকে;
                 মাফ কর তাঁরে-যদি গুনাখাতা থাকে।
স্বপ্নের মাঝে দেখি তাঁরে আমি;
                  কষ্ট দিওনা তাঁরে, ওহে অন্তর্যামী,  
তাঁর কবরকে জান্নাতের বাগিচা বানাও;  
                 আমাদের দোয়াগুলো তাঁর রূহে পৌঁছাও।

(আমার অতি প্রিয় দাদী মরহুমা আমেনা বেগম এর স্বরণে,আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন,আমিন)