আমার কথার মাঝে অর্থ খুজিসনারে ভাই,
আপনমনে যা আসে তাই বলে যাই।
আমার কবিতার মাঝে ছন্দ খুজিসনারে ভাই,
আপন কলমে যা আসে তাই লিখে যাই।
আমার চাওয়ার মাঝে লোভ খুজিসনারে ভাই,
আপন মনের চাহিদাটুকু মিটিয়ে নিতে চাই।
আমার চেহারার মাঝে সৌন্দর্য খুজিসনারে ভাই,
আপন চেহারার সৃষ্টিকর্তা আমি কিন্তু নই।
আমার জীবনের মাঝে সফলতা খুজিসনারে ভাই,
আমার ছোট্ট এ জীবনে আছে শুধু বিফলতাই।
আমার ধর্মের মাঝে ফেতনা খুজিসনারে ভাই,
আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম পাক কোরআনে পাই।
আমার চেতনার মাঝে বিকৃতি খুজিসনারে ভাই,
আমি লালন করি শ্রেষ্ঠ বাঙালি চেতনাটাই।
আমার স্বভাবের মাঝে মন্দ খুজিসনারে ভাই,
আমার বিকেক নিয়ন্ত্রন করে আমায় সর্বদাই।
আমার স্বাধীনতার মাঝে হস্তক্ষেপ করিসনারে ভাই,
একসাগর রক্ত দিয়েছি এ স্বাধীনতার জন্যই।
আমার ভাষাটারে ছোট করে দেখিসনেরে ভাই,
আমার ভাইয়ের রক্তে রাঙিয়ে এই ভাষাটা পাই।
আমার রক্তের মাঝে ভাইরাস খুজিসনারে ভাই,
প্রতিটি রক্ত কনিকায় আঁকা অ আ ক খ ই ঈ
আমার বংশের মাঝে কুলাঙ্গার খুজিসনা ভাই,
কি করে বলবো আমার বংশেও কোন কুলাঙ্গার নাই?
আমার দেশের মত কোন দেশ খুজিসনারে ভাই,
পৃথিবীর কোন দেশের সাথে বাংলাদেশের তুলনা নাই।
                                          (সংক্ষেপিত)