কবিতা আমার খুব প্রিয়
লিখব সারা জীবন ভর,
সাম্যের তরে লিখব আমি
আসুক নাক শত ঝড়।
সত্য-ন্যায়ের পক্ষে সদা;
লিখবো কলম দিয়ে,
অসত্যকে করবো দোলন
হিম্মত বুকে নিয়ে।
কাব্য লিখে লড়বো সদা
মজলুমানদের পক্ষে,
জালিমদের করবো প্রতিহত;
সাহস রেখে বক্ষে।
চাইনা আমি নাম কুড়াতে
চাইনা যশ খ্যাতি,
প্রভূর তরে একটাই চাওয়া
দাও তোমার সন্তুষ্টি।
মানবতার তরে জীবনটা মোর
উৎসর্গ করলাম হে রব,
সরল পথে চলার তাওফিক দাও,
কবুল কর সৎকর্ম সব।
যতদিন বাঁচবো এ ধরায়
লিখে যাব কবিতা,
কবিতার মাঝে আঁকব আমি
সত্য ন্যায়ের ছবিটা।