বাঘের থাবায় নাস্তানাবুদ;
                       সিংহ হারাল দিশা,
হুংকার দেখে কাঁপছে লঙ্কা,
                        চোখ ভরা হতাশা।
বাংলা মায়ের দামাল ছেলের
                          গড়া এ ইতিহাস,
ক্রিকেট বিশ্ব বলছে দেখ
                      'সাবাশ বংলাদেশ'।
ব্যাটে-বলে ঝড় তুলেছে;
                       তামিম-লিটন-মুশি,
রানের পাহাড় টপকে আনলো;
                       বাঙালীর মুখে হাঁসি।
'নাগীন ড্যান্সে' মুশফিক করল
                             বিজয় উৎযাপন,
ক্রিকেট প্রেমিরা স্লোগানে কাঁপালো-
                        দেশের প্রতিটি অঙ্গণ।
জয়োল্লাসে আজ মেতেছে বাংলা,
                          আনন্দের নেই শেষ,
এভাবেই আসুক প্রতিটি বিজয়,
                           হাঁসুক বাংলাদেশ।

(বাংলাদেশ ক্রিকেট দলকে; অবিশ্বাস্য এক বিজয়ে 'অভিনন্দন' জানিয়ে লেখা কবিতা)