বাবা এমন একটি বট বৃক্ষের নাম
যার ছায়ায় লালিত হয় সন্তানেরা,
সন্তানের মুখে হাসি ফোটাতে যিনি
রাত-দিন পরিশ্রম করে দিশেহারা।

নিঃসার্থ ভালোবাসার আধার তিনি
তার তুলনা হয়না কারো সাথে,
পৃথিবীতে সবচেয়ে আপন তিনি
বিশ্বাসী বন্ধু তিনি বিপদসংকুল পথে।

বাবার ভালোবাসা শাসনের মাঝে
খুঁজে পাবে তুমি অনুভব করে,
বাবার ভালোবাসার বহিঃপ্রকাশ
শাসনের মাঝেই বুঝবে পরে।

সব ভালোবাসায় কিছু স্বার্থ থাকে
বাবা-মায়ের ভালোবাসা নিঃসার্থ,
হয়তো তাদের হারালেই বুঝবে
স্বার্থহীন ভালোবাসার মর্মার্থ।

বাবা তোমায় ভীষন ভালোবাসি
হয়নি বলা কভূ জড়িয়ে ধরে,
তোমার সেবা করতে পারি যেন
প্রভূ তুমি তাওফিক দাও মোরে।

উৎসর্গঃ- সকল বাবাদের

(রচনাকাল-১১-০৯-২০১৯ইং, বি আর টি সি বাসে বসে)