সামনে আবার আসছে জাতীয় নির্বাচন,
নির্বাচনী হাওয়ায় তাই দুলছে সবার মন।
প্রার্থীরা সব নতুন সাজে ঘুরছে দ্বারে দ্বারে,
কতশত প্রতিশ্রুতি তারা দিচ্ছেন বারে বারে।
জনগনও ভোটের ব্যাপারে সচেতন এখন,
সৎ ও যোগ্য প্রার্থীকেই তারা করবে নির্বাচন।
পরিবর্তনের আশা নিয়ে উন্মুখ জনগন,
আসবে আবার ঘরে ঘরে নতুন জাগরণ।
গুম-খুন,ধর্ষন-রাহাজানির হবে যে নিঃশেষ,
সত্যিকারের সোনার বাংলা হবেই বাংলাদেশ।
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটবেনা আর দেশে,
ন্যায়বিচার পাবে সবাই,দল-মত নির্বিশেষে।
নিত্য প্রয়োজনীয় পন্যের দাম স্থিতিশীল হবে,
ব্যাংক খাতে জালিয়াতি-ঋণখেলাপি কমবে।
অর্থনৈতিক উন্নয়নের বয়ে যাবে জোয়ার,
মুদ্রাস্ফীতি কমবে দেশে বাড়বে আয়ের হার।
মুক্তিযুদ্ধের চেতনা সবাই করবে বুকে লালন,
সার্বভৌমত্ব রক্ষার তরে রাখবে বাজি জীবন।
এমন শত স্বপ্ন নিয়ে তরুনরা আজ ঐক্যবদ্ধ,
ভোট দিয়ে রচিত করবে নতুন বাঙ্গালী পদ্য।
সৎ,যোগ্য দেশপ্রেমিক প্রার্থীকে দেবে ভোট,
দেশের যারা দূরীভূত করবে সকল সংকট।
এসো তবে শপথ করি আজ হাতে রেখে হাত,
যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে টুটাব আঁধার রাত।
আমার ভোট আমি দেব,
যোগ্য প্রার্থীর পক্ষ নেব।
রচনাকালঃ- ০৫-১২-২০১৮ ইং ৪:১১মিঃ।