একুশ মোদের করছে আহবান,
ভাষার মর্যাদা রক্ষায় হও আগুয়ান।
রক্তে কেনা বাংলা ভাষার কর সম্মান,
মায়ের ভাষায় মনের ভাব কর আদান-প্রদান।
একুশ মোদের করছে আহবান,
বিদেশি শব্দের মিশ্রণ এড়িয়ে চলার,
খাঁটি বাংলা শব্দ ব্যবহারে কথা বলার,
বাঙ্গালী পরিচয়ে বুক ভরে গর্ব করার।
একুশ মোদের করছে আহবান,
আঞ্চলিক ভাষাকেও সম্মান দাও,
আঞ্চলিকতায় কেন দোষ খুঁজে বেড়াও,
দ্বিধাহীনভাবে মনের কথাগুলো বলে যাও।
একুশ মোদের করছে আহবান,
অফিস-আদালত চালাও বাংলা ভাষায়,
কেন তোমাদের বাংলা বলতে দ্বিধা সংশয়?
বাংলার চেয়ে আপন কভু অন্য ভাষা নয়।
একুশ মোদের করছে আহবান,
মাতৃভাষা আর দেশ রক্ষায় হও সচেতন,
বাংলা সাহিত্য চর্চা তোমরা করো সর্বজন।
রক্তে কেনা এ ভাষায় দাও সিংহের গর্জন।