হতে চাই আমি বিদ্রোহী কবি    
     আরেক নজরুল,  
থাকবেনা মোর কথায় কোন      
    জড়তার মত ভুল।    
*হতে চাই নজরুল*  

হতে চাই আমি সাম্যের কবি  
   কন্ঠে বিদ্রোহী সূর,  
সমাজের যত অসৎ আদর্শ  
   করবো দুহাতে দূর।
  *হতে চাই দুখুর সূর*  

মানুষে মানুষে থাকবেনা বিবাদ      
   এটাই হবে আমার প্রবাদ,  
করবোনা কভূ মাথা নত আমি    
   হও জালিম কর যত জুলুম,  
  পেতে চাই দুই কুলের ফুল।    
   *হবই আমি নজরুল*  

ইসলাম আমার জীবনাদর্শ  
   রাসূল আমার নেতা,  
করবই আমি শির নত    
   যিনি মোর সৃষ্টিকর্তা,  
শত জালিম অত্যাচারীকে আমি    
  পিটিয়ে বানাবো ভর্তা,  
আল্লাই মোর লালনকর্তা।  
                   (সংক্ষেপিত)