তুমি কি দেখেছ?
একটি তারার অসময়ে খসে পড়ার দৃশ্য,
যে নিজেকে গড়তে চেয়েছিল অন্যকে আলোকিত করার প্রত্যয়ে।
তুমি কি দেখেছ?
একটি হৃদয়ের নিশ্চুপ রক্তক্ষরণের দৃশ্য,
যে ব্যাথার সমুদ্রকে বুকে নিয়ে কাতরাচ্ছে যুগ যুগ ধরে।
তুমি কি দেখেছ?
একটি গোলাপের অকাল ঝরে পড়ার দৃশ্য,
যে তার সৌরভে আর সৌন্দর্যে আন্দোলিত করতে চেয়েছিল শত প্রাণ।
তুমি কি দেখেছ?
একটি স্বপ্ন ভঙ্গের বেদনার্ত মুখের দৃশ্য,
যে তার স্বপ্ন ভঙ্গের দরুন আজও স্বপ্ন বুননের ব্যর্থ চেষ্টায় ব্যস্ত।
তুমি কি দেখেছ?
একটি বিবেকের ক্রমে বিকৃতির করুন দৃশ্য,
যে বিবেক আবেগের কাছে হেরে গিয়ে আজ চরম লাঞ্চিত।
তুমি কি দেখেছ?
একটি পাখির নীল বেদনার্ত চাহনির দৃশ্য,
যে স্বীয় নীড় হারানোর বেদনায় করুন সুরে উদাসী গান ধরেছে।
তুমি কি দেখেছ?
একটি আদর্শ বিসর্জনের অযাচিত দৃশ্য,
যে আদর্শ বিসর্জনের ফলে একটি জাতি আজ অতি নিগৃহীত।
তুমি কি দেখেছ?
একটি গল্পের মাঝপথে বিলুপ্তির দৃশ্য,
যে গল্পের আল্পনায় স্বল্পমেয়াদী রুগ্ন হৃদয়ের জেগে ওঠার কল্পনা ছিল।
তুমি কি দেখেছ?
একটি কাব্যের আর্তচিৎকারের করুন দৃশ্য,
যে কাব্যে কবি জীবনের বাস্তব প্রতিচ্ছবি আকতে গিয়ে ব্যর্থ হয়েছেন?
তুমি হয়তো দেখেছ,অথবা দেখেও দেখনি।
হয়তো বুঝতে চাওনি।
কিন্তু এসব দৃশ্য চর্মচক্ষু দিয়ে না দেখা গেলেও অন্তর চক্ষু দিয়ে দেখা যায়।
এই আকুতিগুলো মন দিয়ে অনুভব করা যায়।