জনসেবার তরে কেউ যদি করে রক্তদান,
হয়না ক্ষতি বেড়ে যায় বরং তার সম্মান।
একের রক্তে অন্যের দেহে হয় প্রানের সঞ্চার,
রক্ত দিয়ে মানবতার তরে কর সবে উপকার।
রক্ত দিলে হয়না ক্ষতি দেহের বা স্বাস্থ্যের,
নতুন রক্ত তৈরী হয় বরং অস্থির ভেতর।
রক্তদানে পরস্পরে তৈরী হয় আত্মার বাঁধন,
মিটিয়ে দেয় দূরত্ব আর ভ্রাতৃত্বে আনে স্পন্দন।
সমাজ সেবায় মনে যোগায় অনাবিল প্রশান্তি,
রক্তদানে ভুলিয়ে দেবে ক্লেদ আর শত ক্লান্তি।
রক্তদানে অকাল মৃত্যু থেকে বাঁচে কত জীবন,
ভালোবাসায় জেগে ওঠে মরা হৃদে স্পন্দন।
এসো সবাই রক্তদান করে বাঁচিয়ে তুলি জীবন,
মমতা আর ভালোবাসায় মাতিয়ে রাখি ভূবণ।