আমি বিদ্রোহী তিতুমীর,
আমি সত্যের এক অমৃত কান্ডারী,
আমি গড়েছি সত্য-ন্যায়ের বাঁশেরকেল্লা,
তবুও নত করিনি অসত্যের কাছে আপন কল্লা।
আমি অস্র ধরেছি অন্যায়ের বিরুদ্ধে,
আমি আজ মৃত,তবুও সত্যরা মরেনি।
আমি সংগঠিত হয়েছি,করেছি সংগঠিত,
তবুও অসত্যের কাছে করিনি মাথা নত।
আমি সত্যের তলোয়ার,
তাই বেঁচে আছি আজও সত্য পন্থিদের মাঝে।
আমার মুখে ছিল সত্যের বাণী,
আর হাতে ছিল নাঙ্গা তলোয়ার।
আমি হুংকার ছেড়েছি সিংহের মত,
আমি বিদ্রোহীদের বংশধর।
(শহীদ মীর নিসার আলি তিতুমীর স্বরণে)