আত্মহননের মিছিলে যেও না
বাঁচার মিছিলে শামিল হও,
কষ্টের পরে যে সুখের ফেরা
ভুলে যাওয়া বোকা তুমি নও।

তোমার মনে শান্তি নেই
কবিতা ছন্দে অক্ষর নেই,
তোমার মনে অনেক অসুখ
তুচ্ছ নও তুমি,ফিরবে সেই সুখ।

একা বাঁচতে শিখে নাও প্রিয়
জীবনের পথে হাঁটা এখনও বাকী,
যদি কখনও পরাজিত হও তবে
জিতবে তুমি এই আশা রাখী।

সফলতা আসুক তোমার জীবনে
দুঃখ,কষ্ট কিংবা চোখের জলে,
শেষ হাসিটাই অমলীন থাকুক
সৈনিক হও তুমি সফলদের দলে।

সৃষ্টিকর্তার আশ্রয়তলে থেকো
সুখের স্বাদে তৃপ্ত হবে তুমি,
ভরসা রেখো নিজের উপর
তোমার সুখে সুখী হবো আমি।