চিঠি দিও,
তোমার না বলা কথাগুলো লিখে—
হলদে খামে কিংবা পাখির পায়ে বেঁধে,
পাঠিয়ে দিও; আমার মনের কোন এক দিকে।
চিঠি দিও,
শত যান্ত্রিক বাঁধা উপেক্ষা করে,
স্মার্টফোনে কিছুদিন না হোক কথা!
তোমার হাতের স্পর্শে অমলিন হোক—সেই চিঠিখানা।
চিঠি দিও,
তোমার রোজ ভালোবাসার অভ্যাসে,
শত ব্যস্ততার ফাঁকে; আমি সেই চিঠি পড়ে নিবো,
যত জ্যোৎস্না ভর্তি হয়ে চাঁদনী রাত আসুক—
কিংবা বৃষ্টি হয়ে ভিজুক সেই চিঠিখানা!
চিঠি দিও,
তোমার মন খারাপের দিনে,
আকাশের ঠিকানায় লিখে কিংবা মনের সকল অভিযোগ জানিয়ে দিও,
চিঠির প্রতিটি ভাঁজে সেই চিঠি পড়ে নিবো।
তবুও চিঠি চাই!
না কোনো আন্দোলনে,
শুধু চিঠি পাঠানোর অভ্যাসে—
তোমাকেই শুধু লিখে দিও।
চিঠি দিও
ঐ যৌবনে ফিরে গিয়ে নয়,
মনের কথা লিখে দিও—
এই যুগ যেন স্নিগ্ধ হয়।