এই সৌধরাজি পানে চাহি যতবার
অতল বিস্ময় মাঝে ততো ডুবে যাই।
সৌন্দর্যে পুণ্যের বাস। ভাবিয়া না পাই
ভ্রাতৃরক্তে সিংহাসনে অভিষেক যার
এত শুভ্রতার মাঝে কেমনে বিহার
করিত সে? বিধি, যারে স্নেহ দাও নাই
তাকে কেন আঁখি দিলে তোমারে শুধাই
অথবা প্রস্তরে হিয়া গজেছিলে তার
মুছে গেছে ধরা হতে শোনিতের দাগ
রুধির রঞ্জিত হস্ত ধুলি পরিণত
সে হস্তের শ্বেত শোভা করিতে প্রচার
এই উচ্চ কীর্তিস্তম্ব রয়েছে সজাগ
প্রিয়ার প্রণয় তার জানাইছে কত
তাজ, দীন ভারতের রত্ন অলঙ্কার।