আমার শত কথার মাঝে একটা যদি বাজে
অন্তর কানে হঠাৎ কারো তা যদি আসে কাজে।
আমার এই ভাঙ্গা গলার সহজ সুরে গান
দিনের শেষে শীতল করে কারো তাপিত প্রাণ।
আমার গুপ্ত দুঃখের অশ্রু, দেয় গো ভিজাইয়া
অলক্ষিতেই কোমল করি কোন কঠিন হিয়া।
আমার ব্যর্থ চেষ্টাও যদি কারো নৈরাশ ভার
সরায়ে ফেলে কৌতুহলের দেয় করে সঞ্চার।
ক্ষণেক তরে একটু তারে ভাবের ভাবী করে
বড় আঘাত ভুলিয়ে দেয় ছোট ব্যথায় ভরে।
কাঙ্গাল মোর দানের সাধ দেখে যদি ধীরে
দুঃখীর ফোটে স্নেহের হাসি শুষ্ক অধর তীরে।
আমার মত অকিঞ্চনের সেই তো ভাগ্যফল
সকল চিন্তা সকল চেষ্টা দুঃখে চোখের জল।
আশার স্বপ্ন হর্ষের ঢেউ ভাঙ্গা গলার গান
সফল হবে, ধন্য করবে আমায় ভগবান।