পথশ্রমে শ্রান্ত অতি মোরা দিন কত
হেথায় দিবস দুই কবির বিশ্রাম
এখানিতো গৃহস্থের আলয়ের মতো লোকপূর্ণ-
গৃহ নহে, শুধু পাস্থধাম।
নহে গৃহ পান্থশালা লোকে ভরপুর
এক আসে, আর যায়, কেহ কারো নয়,
দিনেকে নিকটে অতি, দিনান্তে বা দূর ;
মিছা নহে এ মিলন, এই পরিচয়।
সৌন্দর্য প্লাবিত কান্তি, প্রিয় দরশন
সুজনে-সুজনে কত হইছে সাক্ষাৎ,
দু-দণ্ডের দেখা-শুনা, প্রিয় সম্ভাষণ
জীবন নাটকে করে নব অঙ্কপাত।
আনমনে চেয়ে-চেয়ে কত দেখে লয়,
আনমনে মন ভরি লয় জ্ঞান ভার,
তাই বুঝি জগতেরে পাহ্থবাস কয়,
ক্ষণিক মিলন-ভূমি শিক্ষার আগার