বলি যদি, আপনাকে করো মোরে দান
বুঝিবা সে বিস্মিত হইবে
আমি যদি তার পায়ে ঢেলে দিই প্রাণ
লইবে কি, সে কি তা লইবে?
আমি প্রাণপণে যত কাছে যেতে চাই
ব্যবধান তত বেড়ে যায়
আপনি কি ধরা দিবে ফেলে যদি যাই
ফেলে যাই শকতি কোথায়?
জানে না মুগুধা বালা প্রভাব আপন
তাই কাছে, এত কাছে আসে
ধরিতে চাহিলে দূরে করে পলায়ন
ত্রাসে যেন ভালো নাহি বাসে।
এ জগত শুধু তার আনন্দ কানন
সৌনন্দের করে সমাদর
মহত্ত্বের পূজা করে, কোনো একজন
নহে অতি আপনার, নহে অতি পর।