কেন তো জানে না কি বেদনা ভার
করে হিয়া অবনত
কথার অতীত বিষাদ আমার
কথায় বুঝাব কত।
কেহ তো শুনে না সজনে বিজনে
কি জপ ধেয়ান মম
দেখে না কি আশা অশ্রুধারা সনে
চমকে চপলা সম।
নিশি যদি জাগি সুখ শয্যা লাগি
বলে ওরা, কাঁদে মন
বিশ্রাম লভিয়া কি যে শ্রান্ত হিয়া
বোঝে না তো কোন জন।
কতটুকু মনে কত বড় সাধ
দীন আত্মা হীন বল
প্রসাদ লভিতে করি অপরাধ
প্রভুপদে অবিরল।
সুদিনের তরে বসি প্রতিক্ষায়
সংসার সাগর পারে
দিন আসে আর দিন চলে যায়
নয়ন শুকাতে নারে।
শৃঙ্খলিত পাখি নীলাকাশ চাহি
কাঁদে বুঝি এই মতো
দেহ হতে তার যতদিনে নাহি
হয় প্রাণ বহির্গত।