কোন্ দিকে মহাবেগে বায়ু বহমান
ক্ষুদ্র পালকের মত উড়ায়ে আমায়
কোন্ স্রোত ভাসাইয়া তৃণের সমান
জন্মতীর ক্রোড় হতে দূরে লয়ে যায়?

শারদ গগনে স্থির স্বর্ণ মেঘ ছবি
বহে কি না বহে বায়ু, নিদ্র বিবেচন
পূরব দক্ষিণ মূখী কলিন্দী জাহ্নবী
উজানে টানিছে মোরে শকতি নূতন।

দূর করো পুঁথিপত্র; অসিত অক্ষর
গুনি গুনি অহরহ ব্যথিত নয়ন
বিশাল প্রকৃতি গ্রন্থ প্রাণ তৃপ্তিকর
উজ্জ্বল বরণ, চল, করি অধ্যয়ন।

চারি প্রাচীরের মাঝে অবরুদ্ধ প্রাণ
ধরিয়া রাখিতে তারে পারিনাকো আর
বাহিরের মুক্ত বায়ু করিবারে পান
কাটিয়া শৃঙ্খল পাখি ছুটিল এবার।