দিয়েছ ত্যাগের আর সাহসের পরিচয়,
বাংলাদেশ পুলিশ, শুধু শ্রদ্ধা জানাই হে দুর্জয় ।
যখনি পশুরা লড়েছে মারমুখী হয়ে,
তখনি পুলিশ দাড়িয়েছে দেয়াল হয়ে ।
এখন শান্তি চাই প্রতিটি মনের মুকুরে,
শান্তি তবেই আসবে সমস্ত দেশ জুড়ে ।
হাঙ্গামার পথ বেয়ে শান্তি পাবে না খুঁজে,
শান্তি আছে পারস্পরিক ভ্রাতৃত্ব-মুগ্ধ মনের মাঝে ।

We cannot repay you Bangladesh police,
we only respect you for keeping peace.
And as the people are violent against each other,
you are there standing and guarding as barrier.
If we want peace in each of our life,
we should seek it in everyone's life.
For our peace is not in the cross road of horror,
it is a beautiful picture of others in everyone's mirror.