চলতি পথে থমকে দাঁড়াই
যখন তোমায় মনে পড়ে,
মনের অজান্তেই চোখে অশ্রু ঝরে
যখন তোমার ঐ মুখ খানা
চোখের সামনে ভেঁসে ওঠে।

কি নিদারুণ ভালোবাসা বলো
জীবনের সব আলো কেড়ে নিয়ে
অন্ধকারে ঢেকে দিলো,
জানি না আমাকে কাঁদিয়ে
কি সুখ তোমার মিললো!

হৃদয়ের হাহাকার, কেউ শোনতে পায় না
হৃদয়ের গহীনে লুকিয়ে থাকা
শতো অভিমানের খোঁজ কেউ নেয় না
দেখতে পায় না কেউ মনের যন্ত্রণা,
বোঝাতেও পারি না কাউকে
এ কেমন বিড়ম্বনা!

কেঁদে কেঁদে আজ ব্যাথারা সব ক্লান্ত
তবুও পারি না ভুলে যেতে
তবুও পারি না স্মৃতিগুলো মুছে ফেলতে
বেঁচে তো আছি লাশ হয়ে, তবে জীবন্ত।

বলো এভাবে কি বেঁচে থাকা যায়?
তুমি হীনা জীবন আমার
মরুভূমির বালুচরের মতো,
বলো, থেকে গেলে কি এমন ক্ষতি হতো?
হয়তো অভিমানেরা হেরে গিয়ে
আজ ভালোবাসা পূর্ণতা পেতো।

~কি এমন ক্ষতি হতো
_ মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ