ঝাঁপসা রং মশালের নিচে দাঁড়িয়ে,  
আমরা দুই ছায়া— শব্দহীন, নিস্তব্ধ।  
কোনো প্রতিশ্রুতি নেই, কোনো অভিযোগ নয়,  
শুধু বোঝাপড়ার অলিখিত সমাপ্তি।  

ঠোঁটের কোনায় জমে থাকা কথারা,  
শেষমেশ ফেটে যায় নিঃশব্দ যন্ত্রণায়।  
চিৎকার এসে ধাক্কা খায় দেয়ালে,  
তবু কেউ শুনতে পায় না, কেউ না।  

মন খারাপের ঘোড়ারা ছোটে দূরে,  
আঁচড়ের স্মৃতি থেকে বাঁচতে চায় তারা।  
বিস্মৃতির মখমলি পথে পা ফেলে,  
তারা খুঁজে নেয় অনাহূত প্রশান্তি।  

মায়া ধীরে ধীরে গলে যায় চোখের জলে,  
শিরায় শিরায় নিস্পৃহতা বয়ে যায়,  
একটি গল্প শেষ হয়—  
যেন কখনো শুরুই হয়নি।

অলিখিত বিদায় _ মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ