মনে পড়ে শাহবাগ মোরে সেই আন্দোলনের কথা?
ভীতু একটি ছেলে সিংহের গর্জন দিয়ে
এক গরীব অসহায় রিক্সা চালকের পক্ষ নিয়ে
ধনির দুলালকে ইচ্ছামত গণধোলাই দিয়েছিল।

না, আমি এই কথা কখনোই মানতে পারিনা!
এক সহজ-সরল ছেলে এই ধরনের হুংকার কখনোই দেবে না!
দিতে পারে না?
দুধের শিশু ধমক দিলে
যে, ছেলে হাউমাউ করে কেঁদে ওঠে
সেই ছেলে কিভাবে সিংহের গর্জন দেবে?

তুমি হয়তো জানো না!
প্রেম মানুষের সহস্র শক্তি,
প্রেম কঠিনতম জীবনকে দেয় মুক্তি
যদি প্রেমে পড়া কোনো মানুষ,
অসাধ্যকে সাধ্যের আওতায় আনতে পারে,
তাহলে বুঝে নিতে হবে ছেলেটি তোমার প্রেমে পড়েছিল।

তুমি ছিলে তার সর্বশক্তি উৎস
তোমার দেখানো পথে ছেলেটি প্রতিবাদী
তোমার শক্তিতেই ছেলেটি অবাধ্যকে বাধ্য করতে জানে,
তোমার অনুপ্রেরণায় ছেলেটি
অপ্রতিরোধ্য সংগ্রাম করতে শিখেছে।

তোমার প্রেম সৃষ্টি করেছে
নারীর সম্মান,
তোমার প্রেম সৃষ্টি করেছে
অসহায় মানুষের শক্তি,
তোমার প্রেম সৃষ্টি করেছে
অবহেলিত মানুষের মাথা গোজার ঠাই,
তোমার প্রেম সৃষ্টি করেছে
প্রকৃতির মাঝে ভালোবাসা,
তোমার প্রেম সৃষ্টি করেছে
এক নবজীবনে স্বপ্ন।

অপ্রতিরোধ্য সংগ্রাম - মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ