যা কিছু আমাকে দুঃখ দেয়,
আমি তারই হাত ধরে হাঁটি,
বুকের ভেতর ব্যথার চাষাবাদ করি,
প্রতিদিন, প্রতিক্ষণ, অবিরাম।
আমি জানি, এই পথ ভুল,
জানি, এই শেষ কিনারা অন্ধকার,
তবুও পা থামে না,
তবুও বেদনাই আমার একমাত্র সঙ্গী।
রাস্তায় যদি কারো দেখা মেলে,
তারা তাকায় একবার,
তারপর মুখ ফিরিয়ে নেয়,
তুচ্ছতাচ্ছিল্যের মেঘ ঢেকে দেয় আকাশ।
কিন্তু আমি কাঁদি না, থামি না,
এই কষ্টই তো আমার আপন,
বুকের ভেতর এক নিঃসঙ্গ শহর,
যেখানে ব্যথাই একমাত্র বাসিন্দা।
আমি জানি, আলো আসবে না,
জানি, কেউ ডাকবে না নাম ধরে,
তবুও আমি হাঁটব,
কারণ বেদনাকে ভালোবেসে ফেলেছি!
এই পথ ভুল_ মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ