এ কোন বাংলা?  
যেখানে সুবিচারের গলায় ফাঁস  
আর অন্যায় হাঁটে বুক ফুলিয়ে,  
যেখানে সত্য বলতে গেলে  
জিভ কেটে নেয় শাসকের হুকুমে।  

এ কোন বাংলা?  
যেখানে ধর্ষকের নামে মিছিল,  
আর নিরপরাধের জন্য কারাগার,  
যেখানে ন্যায়বিচার বিক্রি হয় টাকায়,  
আর গরিবের চোখে থাকে শুধু অন্ধকার।  

এ কোন বাংলা?  
যেখানে মানুষ পোড়ে ধর্মের নামে,  
ভাইয়ের রক্তে রঙিন হয় রাজপথ,  
যেখানে প্রতিবাদ মানেই ষড়যন্ত্র,  
আর লুটপাট মানেই সাফল্যের স্বপ্ন!  

এ কোন বাংলা?  
যেখানে কেউ পেট ভরে খায় সোনার চামচে,  
আর কেউ মরে যায় খাদ্যের অভাবে,  
যেখানে ক্ষমতার সিঁড়ি বেয়ে ওঠে শকুনেরা,  
আর প্রতিভা পিষে মরে, নীরবে!  

নাহ্, এ আমার বাংলা নয়,  
স্বপ্নের সোনার বাংলা তো নয়!  
আমি চাই শাসকের নয়,  
মানুষের জন্য এক নতুন ভোর!

আমি চাই না এই রক্তমাখা পথ,  
আমি চাই না অন্যায়ের এই জট,  
আমি চাই না শাসকের ক্রুর হাসি,  
আমি চাই না বিচারহীন নিঃশ্বাসি।  

আমি দেখেছি কণ্ঠরোধের খেলা,  
আমি দেখেছি গণতন্ত্রের ফাঁদ,  
আমি দেখেছি মুখোশ পরা বিচার,  
যেখানে সত্য হয় বন্দী, ন্যায়ের হয় অপবাদ।  

আমি দেখেছি ধর্ষকের মিছিল,  
আর শুনেছি নিরীহের কান্না,  
আমি দেখেছি স্বজনহারাদের বুকে  
স্বপ্নভাঙার রক্তের বন্যা।  

এখনো বলো, এ দেশ সোনার বাংলা?  
এখানে কি সবার সমান অধিকার?  
এখানে কি ধনী-গরিব সমান?  
নাকি টাকা-ক্ষমতাই আসল বিচার?  

আমি চাই না এই মগের মুল্লুক,  
আমি চাই না এই ভণ্ডের দেশ,  
আমি চাই এক নতুন সূর্যোদয়,  
যেখানে ন্যায়ের আলো হবে শেষ।  

আমি চাই এক নতুন ভোর,  
যেখানে মানুষ হবে সত্যের সাহসী,  
যেখানে থাকবে না ক্ষমতার দানব,  
থাকবে শুধু মুক্তির বাতাস খাঁটি।

এ কোন বাংলা?
_ মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ