মস্তিস্কের সমস্ত জানালা খুলে বসে রয়েছি একা
আসবে তুমি, হিমালয় হয়ে, আমার বিবেকের দরজায়। তুমি আসলেই,আমার বক্ষ ছিঁড়ে তোমাকে জায়গা দিবো, এ আমার প্রতিশ্রুতি।
আমার দেহে অক্সিজেন হয়ে, একাকার হয়ে যাবে তুমি।

আমার শহরে, সকলেই, নীলাঞ্জনাদেরকে খোঁজে
আমি অবশ্যই, সকল নীলাঞ্জনাদেরই আশ্রয়স্থল।
যারা ভালোবাসায় নিরাপত্তাহীন, বিশ্বস্ততা খুঁজে রোজ
প্রেম ভুবনে নিত্যদিনেই, রাখি আমি তাদের খবর-খোঁজ।

নিশিতা তিতা হয়ে, নীলাঞ্জনারা কাঁদে রোজ
রূপের মোহে,সবাই ভাসমান, অর্থের রাখি খোঁজ।
আমার আশ্রয়স্থল থেকে, আপনাদের নীলাঞ্জনাদেরকে ফিরিয়ে নিয়ে যান-
এখানে আর জায়গা নেই! এখানে এখন শুধুই আমার প্রেমিকা থাকবে।


এখানে আর জায়গা নেই_
মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ