এই যে ভাই, স্লোগান ধরুন!
আমার দেশ, তোমার দেশ, বাংলাদেশ! বাংলাদেশ!!
আরে ভাই, স্লোগান দিয়ে হবে কি?
আমি, তুমি, আছি বেশ!
যাকনা গোল্লায় বাংলাদেশ!!!
স্বৈরাচারের শোষণে,স্বাধীনতা হইছে শেষ
মেয়াদ উত্তীর্ণ রাষ্ট্রযন্ত্রের,বার্ধক্যতায় বুদ্ধি বেশ!
উন্নয়ন আর হবে কি ভাই, জনগণের জীবন শেষ।

কোটার ভিতর, অনেক ফোঁটা! তুমি, আমি দেখছি না
বাবার দেশে, থাবা দিয়ে,ক্ষমতার চেয়ার ছারছিনা!
অধিকারের বেড়াজালে, রাষ্ট্রযন্ত্র ঠেকছে না!
জনগণের অধিকার, মন্ত্রী মামা দিচ্ছে না।
আরে ভাই,
স্লোগান ধরো আরেকবার, দেশটা হোক সবার
গর্জে ওঠো বাঙালি, আদায় কর অধিকার
রাজপথে মরলে আমার সন্তান,ছিড়ে খাব সংবিধান
অধিকারের আন্দোলন, চলছে চলবে
স্বৈরাচারের পতন না করে, ঘরে আমি ফিরছি না!

অন্যায় অবিচার, রুখে দিব আরেকবার
বুলেটের গুলিতে, জাজরা হোক বুক
মায়ের সন্তান জয়ী হয়ে, মায়ের বুকেই ফিরে আসুক
হোক প্রেম মিছিলে মিছিলে,ঐক্য গড়বো পদথলে
তুমি হইলে ব্যারিকেড,আমি করবো বিদ্রোহ
রাষ্ট্রযন্ত্র, গণতন্ত্র যদি মুখোশ পরে রয়,জাতীকে মুক্ত করতে নেই কোনো ভয়।

আমি লিখবো না আর গান, আমি করেছি অভিমান
আমি দিয়ে যাব গায়ের যত শক্তি, করবো বৈষম্য মুক্তি
আমি থাকবো না আর ছাত্র,ঘোষণা দিয়েছি মাত্র
লেখাপড়া করে আমি পারবো না করতে চুরি,যদি অনাহারে আমি মরি
আরে ভাই, স্লোগান ধরো আরেকবার!
স্বৈরাচার নিপাত যাক,বৈষম্য মুক্তি পাক
চোখ মেলে দেখো স্বৈরাচারের অবস্থা,তবেই বুঝতে পারবে বিচার ব্যবস্থা।


আমার রক্তমাখা হাতে লেখা, বৈষম্য বিরোধী আন্দোলনের চিঠি
চিঠি পেয়ে মহা খুশি, শেখ বেটার বেটি,তুমি যত্নে রেখো চিঠি
চিঠির ভাষায় আবেগ আপ্লুত হচ্ছে জনতা, তবুও রক্ত মাখা সিংহাসনে বসে আছে নেতা।
শেখের বেটি চিঠি খুলে হয়েছে অবাক, শেষ চিঠিটাই তাকে নাকি করেছে নির্বাক
আমার মৃত্যুতে পাল্টে গেছে স্বৈরাচারের ভাষণ,শোষণ সে বন্ধ করে, করতে চায় শাসন
আমার বুকে গুলি চালায়, আমার টাকায় কিনা কামলা
তারাও দেখি স্বৈরাচার রক্ষায়, আমার বুকে করে হামলা
আমার টাকায় অস্ত্র কিনে, আমায় কর গুলি
তোমরা যে স্বৈরাচার, আমি তোমাদেরকে কেমনে ভূলি।

চামচাদের হাতে গুলি খেয়ে, নিহত মেধাবী শিক্ষার্থী
আমলা থেকে চামচারা  আজ, হয়েছে সংসদ সদস্য পদপ্রার্থী
রাস্তার ধারে পড়ে থাকা,গর্ভবতী পাগলিটাকেও আনবো
তার সন্তান মন্ত্রী হবে, কিছুদিন পর জানব!
অস্ত্র আমি ছেড়ে দিয়ে, কলমটাকেই ধরবো
মানুষ হওয়ার কারিগর হয়ে, অমানুষটাকে গড়বো।
কলম আমার বলবে কথা,শান্তি পাবে বাংলার জনতা
অধিকার, হবে আমার, নিপাত যাবে স্বৈরাচার।

_অধিকার_মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ