বিরহের মায়াজাল
_ মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ

কেমন করে এত আপন হলে?  
কেমন করে মিশে গেলে রক্তের সাথে?  
তোমার নামটি আজও বাজে,  
প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি ঢোকে ঢোকে।  

আমি কবে যে এত ভালোবাসলাম?  
নিজের ভেতর তোমার ছবি  
কেমন করে এঁকে নিলাম?  
ভাঙতে চেয়েও পারলাম না,  
তুমি যে মনের গহীনে বাসা বেঁধেছো চিরদিনের মতো।  

মায়া লাগে…  
বড্ড বেশি মায়া লাগে তোমার জন্য,  
মাঝেমাঝে মনে হয়,  
সব ছেড়ে তোমাকে নিয়ে দূরে কোথাও হারিয়ে যাই।  

কিন্তু কোথায় যাবো?  
তুমি যে আজ অন্য কারও কাছে বন্দী,  
তোমার চোখে এখন অন্য আলো,  
তোমার হৃদয়ে অন্যের নাম লেখা!  

বুকের ভেতর একরাশ শূন্যতা,  
কলিজায় অজানা টান,  
মন ছটফট করে বারে বারে,  
তখনই বুঝি,  
তোমার না থাকাটা আমার অস্তিত্বের যন্ত্রণা।  

তুমি কি পারবে ভুলে যেতে?  
যেমন করে আমাকে ভুলিয়ে দিলে?  
এই ভালোবাসা তো কোনো সাধারণ প্রেম নয়,  
এই মায়া তো কোনো হালকা আবেগ নয়!  

তবুও, আমি থাকবো তোমার হৃদয়ের কোণে,  
তোমার একলা রাতে শূন্যতার সুরে,  
তুমি যদি অন্য কাউকে দাও তোমার ভালোবাসা,  
আমি মিশে যাবো নিঃশব্দ বিদায়ের আঁধারে…