সমস্ত দিন শ্রাবণ অঝোর ধারে
কথার বাঁকে ভুলের মাশুল গোনা
আমার ঠোঁটে, ইচ্ছেগুলোর বাসা
তোমার চোখে বৃষ্টির আল্পনা।
চাইনা এটাও ,তোমায় দুঃখ দেবো
বড্ড বেশিই আবেগপ্রবন আমি
রাত-দিন শুনবো তোমার কথা
খুব শীঘ্রই হয় যদি সূর্য অস্তগামী....
নকশিকাঁথার মাঠে যত ধূলিসাৎ
রুপাই আজও বাঁশি বাজায় জানি
এমনই এক গল্প সত্যি হোক
মেঠো সুরে গান বাঁধি আশমানি..
আর যা কিছু রইলো আমার বাকি
একফালি চাঁদ ধরার অনুভব
জানি মানবেনা, তাও বলছি শুধু শোনো
তোমার দিব্যি তোমায় দিলাম এবার প্রহর গুনো!
ধূলিসাৎ-মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ