এখন রাতে আমার ঘুম হয় না,ইচ্ছের বিরুদ্ধে নিশি জেগে রই
জেগে, জেগে নিজের সাথে, নিজেই কথা বলি
তবুও তৃপ্তি আসে না, মনের ভিতর ভয় কাজ করে;
কেউ দেখে ফেললে, সে ভাবতে পারে, আমি পাগল হয়ে গেছি।
সবার ভেতরেই, হয়তো পাগলামি লুকিয়ে থাকে
সিংহভাগ মানুষ, মনোবাসনা পূরণে, পাগলামিতে বিভোর;
মানবকূলে আশা-আকাঙ্ক্ষা মনস্থ হওয়া উজত্ত অসুখ
জীবজগতের পাগলামি,দেহ-মন অহর্নিশ খুঁজে সুখ।
তোমাকে পাগল বলা যায় না! তুমি নিজের জীবনকে গুছিয়ে নিতে চাও
আমি এটা সবসময় বিশ্বাস করি,জীবনকে গুছিয়ে এগুনো যায় না-
আমার অবদারিত বিশ্বাস,জীবনকে এগুতে এগুতেই গোছাতে হয়
মতান্তর কিংবা একে অপরের সাথে একমত না হওয়াটাও পাগলামি।
জীবজগতের পাগলামি-
মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ