উদার প্রেমের গল্প শুনেছি
শুনেছি, কাক পক্ষীর খসখসে গলার আওয়াজ
একবার পূর্বপুরুষের ভিটেতে
দাঁড় কাকের মেলা জমেছিল।

কি বিস্ময়কর পরিস্থিতি!
সম্ভবত একটি কাক পক্ষী মারা গিয়েছিল
তাতে হাজার হাজার কাকের কান্নার রোল
কি অস্বাভাবিক আহাজারি!

তুমি আমি সেখানে উপস্থিত ছিলাম
কাক পক্ষীদের ব্যথায় দুজনেই ব্যতীত
আজকাল পশু পাখি মারা গেলে
হাজার হাজার পশু পাখিদের আহাজারি হয়
কিন্তু মানুষ মারা গেলে?
কেউ কোনো আহাজারি করে না,করে শুধু বনিতা!

একদিন দক্ষিনের দরজাটা
হয়তো ভুল করেই খুলে রেখেছিলাম
একদমকা হাওয়া এসে
আমাকে এলোমেলো করে দিল
সেদিন থেকে আমি একা
শুধুই একা

অবুঝ মন,বুঝ মানে না;
উদার প্রেমের,গল্প শুনি রোজ
প্রেমহীন জীবনে সহসা তুমি
নিত্য দিনেই করি তোমার খোঁজ;
পাথর চাপা কষ্ট বুকে,যন্ত্রণা শত শত
মরুর বুকে বসবাস করবো আমি আর কত?

ভূলবো তোমায়,ভুলে গেছি সময়
রিমঝিম বাতাস দোলা দেওয়া গান-
ব্যস্ত সময়ের প্রতিকৃতি বহন করা
জীবনের আহবান।
অম্লান তরী মেঠো পথ প্রান্তর
ধূসর মরুভূমি
সবই জানি ভালোলাগার
অস্তিত্বের জন্মভূমি।

অস্তিত্বের জন্মভূমি
কবি:
মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ