আকাশের সমস্ত নীল, দিলাম তোমায়
চত্রের খরায় বৃষ্টি হয়ে, ঝরে পরবে এই ভেবে
বৃষ্টিস্নাত দিনের অপেক্ষায়, রইলাম আমি
অজুর ধারায় বৃষ্টি হয়ে, এই দেহ-মনে ঝড়বে তুমি।
আমার কাছে কোন টাকা-খরি নেই,তোমাকে সোনার
ঝুমকো অথবা রুপার আংটি দিতে পারব না
আমি তোমাকে অল্প পয়সায় ফুল দিয়ে বরণ করতে রাজি আছি
অসম্ভব সুন্দর ফুলের সুবাসে জড়াবে তোমার প্রাণ।
আমার অন্তর্দৃষ্টি দিয়ে দেখবো তোমায়
তুমি ফুলের চেয়েও অসম্ভব সুন্দর
তোমার কালো চুলের সুবাসে আমি হয়েছি মাতাল
তোমায় উজাড় করে বাসবো ভালো দিয়ে মন-প্রান।
কখনো তুমি ভালোবেসে আমায়, দিও নাকো ফাঁকি
কারন এ হৃদয়ে প্রতিক্ষণে তোমার ছবি আঁকি
অন্তদৃষ্টি তোমার জন্য সর্ব সময় রাখি খোলা
এতকিছুর পরেও বন্ধু যায় না তোমায় ভুলা।
সমস্ত নীল-
মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ