পৃথিবীর মানুষগুলো কেমন অদ্ভুত,
জীবিত চোখের ভাষা বোঝে না,
কিন্তু নিথর চোখের শূন্যতা দেখে
আশ্চর্য এক মনযোগে ডুবে যায়।
কতবার ডেকেছি, শুনতে পায়নি,
কতবার কেঁদেছি, দেখেনি কেউ,
কিন্তু নিথর শরীরের চারপাশে
কতজন দাঁড়িয়ে, নির্বাক, চুপ!
কখনো কি এত গভীর দৃষ্টি
জীবনের মুখে ছিল?
কখনো কি এত নীরব শ্রদ্ধা
একটি স্পন্দিত হৃদয় পেয়েছিল?
হয়তো এ কারণেই বিদায়বেলা
এত ভয়ংকর সুন্দর হয়ে ওঠে,
যেন এক নিস্তব্ধ সম্মানের মালা,
যার সৌন্দর্য ব্যথার ছোঁয়ায় জড়ানো।
শেষবারের মতো তাকিয়ে থাকে সবাই,
অন্যরকম এক আগ্রহে,
যেন বুঝতে চায়—
এবার তুমি কী বলবে!
কিন্তু তখন আর কিছুই বলার থাকে না,
শুধু নীরবতা, শুধু শূন্যতা,
আর এক নিষ্প্রাণ সৌন্দর্য,
যা মৃত্যুর ছোঁয়ায় পবিত্র হয়ে গেছে।
নীরব শ্রদ্ধা_মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ