দ্বিধান্বিত ভাবনাগুলো
উড়ছে প্রেমের শহরে
বিশ্বাসগুলো ঘাস ফড়িং হয়ে
পাক-পাখালির মুখে পড়ে ঝরে।
ভাবনা গুলো করছে তারা
অকপটে স্মৃতিগুলো রেখেছে যারা
স্বপ্ন স্মৃতির আরাধনা
হোক অকপটে কিছু আনমনা।
গল্প লোকের স্বল্পতা
বাড়ছে প্রেমের জোর
ভালো-মন্দের বাঁচ-বিচার নাই
সাধুরাও এখন চোর।
বাড়ছে উচ্ছ্বাস, হয়েছি হুতাশ
মিছেমিছি স্বপ্ন বয়ে বেড়াই
তোমার শহরে আমার নাম
স্বর্ণক্ষরে লিখে যেতে চাই।
সাধুরাও এখন চোর - মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ।