ব্যালকনিতে আসা মানেই
তোমার সাথে চোখাচোখি হওয়া
ছুটির দিনে চায়ের কাপে চুমুক
আর তোমার প্রিয় মুখ
একাকার হয়ে গেল সম্পর্কের ডাহুক
সেদিনও আসবে বলে
চলে গেলে প্রেমকুঞ্জে
প্রেমিক হৃদয় খোঁজে ভালবাসা
আর না এলে তুমি-
না মিটিলো আমার মনের আশা ।
ব্যর্থ প্রেমিক হয়ে-গ্রীসের সেন্টোরিনির
নীল গুম্বুজের সাদা
বাড়ীগুলোর অলিতে-গলিতে
ছন্নছাড়া হয়ে ঘুরি ।
গভীর রাত সকাল হয়
আবার সকাল গড়িয়ে দুপুর
দুপুর না পেরোতেই হয় বিকেল
এদিকে আমার দুই চাক্কার সাইকেল
এজিয়ান সাগরে আজ জোস্ন্যা রাত
রাত জমবে ভালো, বিষন্ন প্রভাত।
ডানে বামে তাকিয়ে দেখি
রিমঝিম ক্লান্ত দেহ আর অশান্ত মন
চারিদিকে ক্লান্ত টুরিস্ট
একে অপরের ঘাড়ে ভর দিয়ে হাটছে ।
সবার চোখের সামনেই
যুগল প্রেম চুমু খাচ্ছে
লাজ-লজ্জা ভূলে
আমার শুষ্ক ঠোঁট
তৃষ্ণার্ত হয়ে উঠে ।
আমি অগোছালো ভালোবাসা খুঁজি
তৃষ্ণার্ত চোখে, দেখতে পায় না তাকে
ওষ্ঠাগত ইন্দ্রশিরা, থর থর করে কাঁপে
তবুও তো ভালোবাসা বিহীন
কত নর-নারী বেঁচে থাকে।
স্বপ্নীল জীবনে, ভালবাসা অতীব
সূর্যের আলোয়, চন্দ্রভাসে প্রেমময় দ্বীপ
স্বপ্নময় জীবনে, ছিল অনেক আশা
নরম হাতের মুঠো থেকে,পলাতক ভালোবাসা।
পলাতক ভালোবাসা
_মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ