আমার সাথে তোমার, দেখার বাকি আছে কি?
ওহ! মনে পড়েছে।
আমার সাথে তোমার চাঁদ দেখার বাকি আছে,
আমার সাথে তোমার, পাহাড় দেখার বাকি আছে
আমার সাথে তোমার, সমুদ্র দেখার বাকি আছে
আমার সাথে তোমার, কাঁশবন দেখার বাকি আছে
আরও অজানা কত কি?
তোমার মনে পড়ে, ১০ই অক্টোবরের কথা?
গারো অন্ধকার শহর! লেকের পারে কসমেটিকসের দোকান
দোকানে হরেক রকমের সাঁজগোজ করার জিনিসপত্র
এরমধ্যে একসেট হাতের চুড়ির মুগ্ধতায় পড়েছিলাম
পড়েছিলাম, তোমার হাতের অসামান্য আদরের প্রেমে।
সেই রাতের কথা মনে পড়লে, মনটা কেমন চমকে উঠে!
গভীর রাত, বাড়ির সবাই তোমাকে নিয়ে চিন্তিত
সেই রাত্রে তুমি আনন্দিত হয়েছো বুঝতে পেরেছিলাম
কিন্তু সেই আনন্দের আড়ালে মনের ভয়ার্ত ভাবছিল!
মনের ভয় কাউকে ছাড় দেয় না!সেদিন আনন্দকেও ছাড় দেয়নি!
এরপর থেকে সময় চলছে শব্দহীনভাবে,
প্রতিটি মুহূর্তে চাপা পড়ছে এক অগোচর গল্প।
সেই থেকে প্রতিক্ষণে অদৃশ্য গভীরতা বহন করে
যেখানে সুখ ও দুঃখ একসাথে মিশে-মিশে থাকে।
কালের গতিতে জীবনের সব সম্পর্ক বদলে যায়
অতীত ও ভবিষ্যৎ শূন্যতার মধ্যে বিলীন হয়।
সময় আমাদের পিছু তাড়া করে
তার অদৃশ্য ছোঁয়ায় আমরা কখনো সুখী
আমাদের জীবন কখনো বেদনাময়।
যেদিন তুমি সম্পর্ক শিথিল করতে বলে ছিলে
সেদিন আমি অসম্ভব কান্না করেছিলাম, জানি না কেন?
হয়তো তোমার মায়ায় জড়িয়ে গিয়েছিলাম
এতো ভালোবাসার পরেও তোমার থেকে যা উপহার পেলাম সেসব উপহার আমার কাছে চির স্মরণীয় হয়ে থাকবে।
আমার বিষন্ন লাগছে; দম বন্ধ হয়ে আসার মত অস্বস্তি লাগছে, এই কথাগুলো তোমাকে আর একান্ত ভাবে আমি বলছি না!
পরিস্থিতি বেসামাল লাগছে; কিছুক্ষণ কথা বলতে ইচ্ছে করছে,
এমন ভাবনা আমার এখন আর আসে না।
তোমার পরিবারের কেউ এখন তোমাকে কিছু বলবে না!
কারণ, তুমি তো এখন সম্পর্ক শিথিল করে দিয়েছো।
অতঃপর তুমি একদিন টের পাবে!
আমাকেই তোমার দরকার ছিলো সবচেয়ে বেশি!
আমার মতো ভালোবাসা কেউ দিতে পারে নাই তোমাকে!
এই আমিটা থাকলে তোমার জীবনে অশান্তি আর থাকতো না
তুমি বহু কিছু টের পাবে!
আমার অনুপস্থিতি তোমাকে অনেক কিছু উপলব্ধি করতে হবে!
তখন তুমি-আমি হয়তো একসাথে আর থাকবো না,
তুমি আমাকে আর পাবেও না! আমি থেকে যাবো তোমার দীর্ঘনিঃশ্বাসে!
এইভাবে কি থাকার কথা ছিলো? ছিলো না তো!একটু তোমার সাথেই তো আজীবন থাকতে চেয়েছিলাম!
তুমি চাইলেই আমাকে ধরে রাখতে পারতে!
কিন্তু পরিবারের বাইরে গিয়ে
আমাকে ধরে রাখার তোমার কোন ইচ্ছাই ছিল না;
এখন আর আমাদের হয় না দেখা,
এখন হৃদয়কে শাসন করে শূন্যতা..!
তুমি আমাকে সন্ধ্যায় ভেবে, ভুলে যেও সেই আলো
এখন সময় টেনে নেয় অন্য প্রদীপের আলো
তবুও তুমি থাকো ভালো,তোমার ভুবনে ফুটুক আলো।
সম্পর্ক শিথিল_মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ