আমি অপূর্ণ, আমি অসম্পূর্ণ,
তবু পূর্ণতার প্রতিমূর্তি গড়ার খেলায়
আমি কেন হবো বন্দী?
কে দিলো এই শেকল, এই নিয়ম?
আমি শূন্য, আমি বিশাল শুন্যতা,
তাই বলে কি আমায় দুর্বল ভাববে?
শূন্যই তো সব ধারণ করে,
শূন্যের গর্ভেই তো সৃষ্টি হয়!
তোমরা বলো, পরিপূর্ণ হও,
অধিকারে এসো, ক্ষমতায় এসো,
আমি বলি— না!
আমি অপূর্ণতার সুরে বিদ্রোহ গাই,
আমি শূন্যতার মাঝে জন্ম দিই নতুন মহাকাশ।
নিঃশব্দতা?
আমি তাকে ভয় পাই না,
আমার কণ্ঠস্বর তার গভীরতাকে ভেদ করে
এক নতুন ভাষা তৈরি করবে!
ক্ষমতার সিংহাসন আমাকে টানে না,
আমি অপূর্ণতার জ্বলন্ত মশাল হাতে
ভেঙে দেবো সকল শৃঙ্খল,
নতুন এক ব্যাকরণ গড়বো,
যেখানে পূর্ণতার সংজ্ঞা আমিই লিখবো!
অপূর্ণতার বিদ্রোহ_মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ