তোমাকে নিয়ে ছিল কত স্বপ্ন রঙিন,  
ভাবতাম, তুমি শুধু আমারই একদিন।  
চেয়েছিলাম, তুমি থাকবে পাশে,  
তোমার হাতটি রাখবে শুধু আমারই হাতে।  

তোমার চোখের আলোতে ভেবেছিলাম,  
আমারই ছায়া জ্বলজ্বল করে,  
তোমার হাসির কারণ শুধু আমি,  
তোমার হৃদয় আমারই ঘর।  

কিন্তু না, আমি ভুল বুঝেছিলাম,  
তুমি ভালোবাসতে জানো কি না, জানি না!  
আমি চেয়েছিলাম তোমায় নিঃস্বার্থভাবে,  
আর তুমি চাইলে শুধু নিজের পথটা খোলা রাখতে।  

ভাবতাম, তুমি আমারই নামের পাশে থাকবে,  
আমারই পাশে বসবে চিরদিন।  
কিন্তু বাস্তবতা নির্মম, সত্যটা কঠিন,  
ভালোবাসা একতরফা হলে, হয় না তো গঠন।  

আমি চাইলে কি আর ভালোবাসা গড়ে?  
ভাগ্যবতীদেরই তো সব সুখ পড়ে!  
মায়াবতী হওয়া যায়, রূপবতীও,  
তবে ভাগ্যের কাছে হার মানতে হয়…  

ভালোবাসা কি সবাই পায়?  
নাকি কেউ শুধু হারিয়েই যায়…?

বাস্তবতা নির্মম _ মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ