ইট-কাট পাথরের শহরে
ভালো নেই, ভালো থাকা যায় না!
এলোমেলো হয়ে গেছে জীবন
বৃদ্ধাশ্রমে অধরা মুক্তির প্রতিশ্রুতি
আর নিলামে উঠেছে জীবনের পান্ডুলিপি
কবিতা বিক্রি হয়ে গেছে বিশ্বাস ঘাতকের বাজারে।
নিষ্পলক থমকে দাঁড়িয়েছে কলম
শব্দগুলো জড়-সড়ো বিষন্নতার ক্যানভাসে।
অনুভূতিরা ঐ আকাশের নক্ষত্র
জীবিকার তাড়নায় স্তব্ধ জীবন
মুখোশধারী নগরচারীর প্রলুব্ধ নজরে আছে ।
চারিদিকে ভালোবাসার বদলে
নগর দূষণ ও শত্রুরাও মুখোশধারী
মানুষের মনুষ্যত্বে ধরেছে পোকা
মানুষ মানুষে বন্ধুত্ব নয়-
এই যেন রাজত্ব দখলের কেবলেই ধোকা।
সাহিত্যের পাড়ায় হবে মনন চাষ
দুর্ভাগ্য সেখানে দেখি শত্রু-শকুনের বসবাস!
চোখের পলকেই হয় দরদাম কষাকষি-
চত্রের ঝরা পাতার মতোই নেতৃত্বের রেশ
কবি মিথ্যে বাঞ্ছনায় সমাজের কাঠগড়ায়।
অভিমানে ঝরছে নব কলি,শপথের শ্মশানে অভিমানী
ব্যাথিত কবির নির্বাক প্রস্থান
মানুষ বদলে যায়, বিষন্নতার ছোঁয়ায়
অতল সাগরে প্রিয় মুখ ডুবে যায়।
মুক্তির প্রতিশ্রুতি_মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ