আমি দেখেছি নিশ্চয়ই
নীল রঙের কত ব্যাথা-বেদনা
আমি দেখেছি
লাল রঙ্গের কত যন্ত্রণা।
নীলকে দেখলে সবাই বুঝে
নীল কতটুকু বিষ
তার বুকে ধারণ করেছে।
আর লাল কে দেখলে
বোঝা যায় তার দেহকে
অগ্নিঅনলে কতটুকু পুড়িয়েছে।
কিন্তু আপনারা হয়তো
শুনলে অবাক হয়ে যাবেন!
আমাকে দেখলে এরকম
কোন কিছুই বোঝা যায় না।
তবে নীল-লাল এর চেয়েও
বেশি আমি বিষ ধারণ করেছি
এবং অগ্নিঅনলে পুরেছি।
পৌষ-মাঘের শীত
আমার কাছে হার মেনেছে
আমি অগ্নিঅনলে পুরতে পুরতে
পৌষের ঠান্ডা হাওয়াও
আগুনের চেয়ে গরম হয়ে যেত।
আমি কখনো বুঝিনি
তোমার প্রেমের এত যন্ত্রনা
যে যন্ত্রনা পৌষ মাসের
শীত কেউ হার মানায়।
পৌষ-মাঘের শীতের রাতে
তোমার জন্য বসে বসে
অনেক অপেক্ষা করেছি।
তুমি আসবে
আদরের সাথে ডাকবে।
সে কপাল কি আর আমার আছে?
যে কপাল যন্ত্রণা আর বাঞ্ছনায় নির্মিত
সে কপালে কি আর আদরের ডাক সহ্য হয়?
পাশের বাড়ির ভাইয়া
তার সহ-ধমনীকে কত
সুন্দর ভাবে ডাকে
আর সেই ডাক
আমার কর্ণে প্রবেশ করলেই
আমার হৃদয়ে ব্যাথার দাগ কাটে।
আহ কি যন্ত্রনা!
এ সহ্য করার মতো না!!
নীল লাল এর ব্যাথা
-মোহাম্মদ শেখ কামালউদ্দিন স্মরণ