আমি কষ্টের স্রোতে ভেসে ভেসে
যেন মৃ’ত মাছেদের দল
বাতাসে কান পেতে শুনি
অতৃপ্ত আত্মার অশরীরী কোলাহল।
অভিমান জমে জমে
বরফ জমাট অদ্যাবধি
ফিরে পেতে চাই
আরাধ্য বরফ গলা নদী।
দুঃখ সয়ে সয়ে
ডানা ভাঙ্গা অচিন এক পাখি
বালুচরে হেঁটে হেঁটে এখন
মরীচিকার মতো বাঁচি।
দহনে জ্বলে জ্বলে
ছাই চাপা অনন্ত এই আগুন
মনভূমিতে আসেনি ফিরে
ঘোর লাগা সেই ফাগুন।
অবহেলায় নিভু নিভু
হৃদয়ের সড়ক বাতি
তবুও ঠায় দাঁড়িয়ে
শুধু ঝড় ঝাপটা মাখি।